একটা রোমান্টিক কবিতা চাই
তোমার মতো,
একটা আবেগী কবিতা চাই
তোমার মতো।


আমি ভালোবাসা চাইনা
তোমাকে চাই,
আরও কাছে আপন করে
গভীরে যেতে চাই।


আমাকে তোমার উষ্ণতা দিও
নিরব আলয়ে,
বেঁচে থাকার নির্ভরতা দিও
আপন বলয়ে।


সুখ পেতে চাইনা আমি,
দুঃখ পেতে চাই।
তোমার মাঝের দুঃখ সকল,
নিজের করতে চাই।


সরব প্রেমে টইটুম্বর
তা থই তা থই।
উপড়ে পড়ুক ভালোবাসা,
হইহই রইরই।


তোমার মাঝে ভালোবাসা,
পুঞ্জীভূত হয়ে আছে।
ছোঁয়া পেলেই ইতিহাসের-
নতুন দিগন্ত রচে।


তাই যে আমি বারবার,
ভালোবাসা চাইনা।
তোমার মাঝেই ভালোবাসা,
তোমায় পেলেই কি পাইনা!


তোমার কেশের ঢেউয়ের খেলা,
বড়ই লাজুকতা।
পরশ পেলেই গড়িয়ে পড়ে,
এ যে সজীবতা।


আঁধারেতে জোৎস্না গড়ায়
আলোর মধুরিমা।
তোমায় তখন লাগে ভীষণ,
সুন্দরী প্রিয়তমা।


সাত সমুদ্র, তের নদী
পাড়ি দিতে রাজি-
ওগো আমার সুন্দরীতমা,
ডাকবে কি এবার কাজী !!