নিশ্চুপ বসে থাকাটা কষ্টকর মনে হয়না,
শত ব্যস্ততাকেও জরুরী মনে হয়না ।
যখন ভাবি আমি আর নেই আমার মাঝে,
হারিয়ে গেছি ঐ পটে আঁকা চোখের গভীরে ।


না হয় অপেক্ষায় রলাম কটা দিন,
ছলছলে চোখের গতিবিধি দেখার ।
না হয় এই স্থির ছবিতেই মগ্ন থাকলাম,
কোন এক যান্ত্রিক শহরে সবার অগোচরে ।


বড্ড মনে হবে যখন, তখন না হয় ঘুমিয়ে যাবো
যদি স্বপ্নের পারজগতে তোমার দেখা মেলে !
সেই মনে হওয়ার তীব্র আকাঙ্খার প্রতিধ্বনি-
হয়তো শুনতে পাবো নিদ্রার গভীরতায় আকড়ে-কুকড়ে ।


তোমাকে মনে হওয়ার মুহুর্তগুলো শিথিল হয়ে যায়,
তোমার বন্দী শিবিরে নিঃসঙ্গ দিনের কথা মনে পড়লে ।
হয়তো কখনো সখনও তুমি ভাবছো পাগলটাকেই-
কি করছি, কি করছিনা, নাকি দুশ্চিান্তায় মরেই যাচ্ছি ।


হয়তো ভেবে ভেবে তুমি চোখের জলে ভাসছো,
আমার কথা মনে হলেই চার দেয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদছো ।
না জানি কতবার হাত কাঁটছো অসাবধানবশত,
আনমনা হয়ে ভেবে ভেবেই আমাকে !


অপেক্ষা খুব ঝাকুনি দিয়ে যাবে এবার,
বুঝাই যাচ্ছে দ্বিতীয় দিনের মনের হালচালে ।
কিভাবে দোলা দিয়ে বেড়াচ্ছে রাজ-পালোয়ান স্ব-গৌরবে !
সব অভিজ্ঞতাকে পন্ডশ্রম করেই ক্ষান্ত হবে অবশেষে ।।