রক্তের দাগ যায়নি আজও মুছে
হৃদয়ের স্বরলিপিতে খোদাই হয়ে আছে,
বেয়নেটের খোঁচায় আজও আর্তনাদ করে
নিরীহ নির্দোষ প্রাণ অযথাই যেন মরে।


কুকুরের দল হনহন করে খোঁজে
রক্তের গন্ধ পেলেই নির্দয়ের ঘন্টা বাজে,
চুষে নেয় জীবনের সঞ্চিত সম্পদ
নেমে আসে তখনই কালো মেঘের আপদ।


এক সাহসী বজ্রকন্ঠ আলোড়িত হয়
কানে বেজে উঠে স্বাধীনতার করতে জয়,
কৃষক, শ্রমিক, জেলে, মাঝি মাল্লার দল
যুদ্ধে না যেয়েও দিয়েছে মুক্তির বল।


যুদ্ধ করেছে শত যুবক, বৃদ্ধ, কিশোর, তরুণ
গান ও কাব্যে উজ্জীবিত হয়েছে তাদের অরুণ,
বীরাঙ্গনা মা আর বোন দিয়েছে অনুপ্রেরণা
সম্ভ্রম হারানোর বদলা নিবে তাই বীর সেনা।


রক্তের বদলে রক্ত নিয়েছে সেনারা
পঁচিশ আর চৌদ্দের কালিমা গড়েছে যারা,
নিরস্ত্র বাঙালি আর বুদ্ধিজীবীর প্রাণ
একটু হলেও স্বার্থক হলো তাদের দান।


ষোলই ডিসেম্বর জয়জয়কারের ধ্বনি
মুখরিত করলো চারিপাশ কত কি জানি,
লাল সবুজের পতাকা আকাশে উড়লো
সবুজ বনে লাল সূর্য উকি দিলো।


তবে স্বাধীনতাকে সত্যিই কি পেয়েছি
নাকি পরাধীনতার নতুন ফর্মুলা দেখেছি,
দেশটাকে হয়তো বলতে পারি আজ মোদের
শুরুকাল থেকেই যদিও শাসন শাসকের।


আজ বঞ্চিত সত্যিকারের বীর সেনারা
ভুয়া সার্টিফিকেটে ভুয়ারাই খুশিতে দিশেহারা,
আজ গন্য করা হয়না সে সকল মানুষদের
যারা আশ্রয় দিতো বিপদে বীর মুক্তির।


আজ তাদের স্মরণ করা হয়না
নিঃস্বার্থভাবে যারা পূরন করেছে মুক্তির বায়না,
আজ তাদের কেউ চিনেনা তেমন
ইতিহাস গড়েছে যারা একাত্তরে যেমন।


আজ থেকে নতুন যুদ্ধ শুরু হবে
পরাধীনতার বেড়াজাল ভেঙে যাবে,
বিকৃত নয় সঠিক পথে চলবে
স্বাধীনতার সত্ত্বাকে সবাই চিনবে।।