একটা কবিতাই তো চেয়েছি,
একটা জীবনের জন্য ।
একটা কবিতাই তো চেয়েছি,
একটা ফুলের জন্য ।


যে কবিতায় ভালোবাসা থাকে,
যে কবিতায় মানবতা থাকে ।
থাকে বেঁচে থাকার সরস আহ্বান,
থাকে মনুষ্যত্বের নিখাদ জয়গান ।


খুবই কি কঠিন এ কবিতা পাওয়া,
খুবই কি ভুল এ কবিতা চাওয়া ?
নাকি সবটাই বেমানান চাওয়া,
বেমানান ঠেকে কবিতায় পাওয়া ।


হয়তো নেই তাতে যৌবনের কাম-বাসনা.
নেই তাতে প্রেমিকার প্রতি কামনা ।
তবুও তো ভালোবাসা আছে নিখাদ-
কাটাতে পারে যা এ সমাজের যত বিবাদ ।


ঐ ভালোবাসা নষ্ট কামনায় হয় ধূলিস্যাৎ,
যৌবনকে পুড়িয়ে করে ছাই অগ্নুৎপাত ।
নষ্ট করে বিবেক-মনুষ্যত্বের বসবাস,
জীবনকে করে তুলে নির্বাস ।


এই কবিতাই পারে বাঁচাতে যৈাবনকে,
নষ্ট কামনার হাত থেকে ।
সত্য ভালোবাসায় উজ্জীবিত করতে,
বিবেক-মনুষ্যত্বের জয় আনতে ।


এই বেরসিক কবিতাই পারে সমাজ সাজাতে,
সুন্দর-সুশৃঙ্খল বিন্যাসে পরতে পরতে ।
এই বেরসিক কবিতাই পারে সমাজ গড়তে,
সত্য-সুন্দর, বিবেক-মনুষ্যত্বের সুরতে ।।