না হয় এই নির্ঝঞ্ঝাটে জীবনে,
তোমাকে আর চাইলাম না।
বেশ তো আছি এভাবেই,
বেশ চলে যাচ্ছে জীবন আমার।


কি দরকার জঞ্জাল করার!
ছোট্ট এই জীবনে,  এইতো আছি বেশ।
ভালোবাসা, কথা বলা একটু একটু করে,
বেশ তো,  এর বেশি আর কিছু চাইতে নেই।


বড় পাপ হয়ে যাবে যে,
একই বিছানায় পাশাপাশি শোয়ে থাকাটা।
কখনো কখনো সেই তীব্র ভোল্ট ভক্ষণ করা,
বড্ড লোভ করা ঐ ঠোঁটে যে পাপ ঝেঁকে বসবে তখন।


একবার পাপী হয়ে গেলে যে,
আজন্ম স্বর্গের মুখ দেখতে পারবোনা আমি।
তাইতো এই শরীরে পাপের ছোঁয়া লাগতে দেইনা আমি!


একটু না হয় এ জনমে তুমি জ্বললে,
পরজনমে তো আর জ্বলবেনা,
আমার ছোঁয়ায় তোমার শরীর ছেয়ে রবে!


এ জনমে না হয়, দূরে দূরেই থাকো।
ভালোবাসাটাকে মন দিয়েই ছুঁয়ে দেখ!
বৈবাহিক আর দৈহিক ভালোবাসাটাকে জমিয়ে না হয় রাখো,
পরজনমে একসাথে না হয় চেয়ে নিও সব।