মনটা আমার বড্ড উতলা হয়ে আছে,
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের মতো।
খনিক বাদে প্রবল ঢেউয়ে আছড়ে পড়ে তীরে,
আর একেকটা আছড়ে আঁচড়ে যায় একেকটা ক্ষত।


সাগরের বেলাভূমিতে বারবার ভালোবাসি লিখছি,
ঐ ক্ষতের মাঝেও বারবার প্রেম এঁকে যাচ্ছি।
কিন্তু প্রতিটি উন্মাদ ঢেউয়ে বারবার মুছে যাচ্ছে,
আর আমার মনটা ক্রমশও জটিল থেকে জটিলতর হচ্ছে।


হয়তো মেঘও জমে আছে আকাশে,  ঘন কালো মেঘ
একটু পরই ঝুম বৃষ্টি হবে, আমি একদম কাক ভেজা হয়ে যাবো।
কাক ভেজা আমাকে দেখে কারও মনেই হবে না-
মনে একটা কঠিন অসুখ আছে আমার, প্রতিনিয়ত যা কষ্ট দিচ্ছে আমাকে।


কেউ বুঝবেনা শত শত ক্ষতের মাঝেওআমি ভালোবাসা গড়ি,
কিন্তু প্রকৃতির নিয়মে কোথাও যেয়ে তা স্তব্ধ হয়ে যায় যেন!
কেউ বুঝবেনা, জানবেও না ঠিক কতোবার ঢেউয়ের তোড়ে-
ভালোবাসা শব্দটি মুছে বারবার একেকটা ক্ষতের চিহ্ন এঁকে গেছে।


ক্রমশ মনের এই অসুখটা আমাকে নিস্তব্ধ করে দিচ্ছে,
একটা অস্থির চঞ্চলতায় মনটা দমে যাচ্ছে একদম।
জীবনটাও কেমন যেন একটা জটিল গন্তব্যের পথে পা বাড়াচ্ছে,
কবে যেন সমুদ্রের সমতল বেলাভূমি পেরিয়ে গভীর ঢালে পতিত হয়-
আর চিরতরে গভীর সমুদ্রের তলদেশে আবদ্ধ হয়ে যায়।।