এখন অনেকটাই বাস্তবিক হয়ে গেছি,
সেই আগেরকার মতো আবেগী এখন আর নই।
সেই কবে যে কষ্ট পেয়ে চোখ বেয়ে জল পড়েছে
তাই তো ভুলেই গেছি এখন।


এখন আর ভালোবাসায় জীবন জড়িয়ে যায় না,
যেন হারিয়ে ফেললেই মরে যাবো আমি!
এখন আর ভালোবাসা নিয়ে ততটা ভাবনা হয় না,
যতটা ভাবনা করি ভালো ভাবে তাকে পাশে নিয়ে পথ চলার।


ভালোবাসাটা এখন প্রেমের গন্ডি পেরিয়ে গেছে,
পৌঁছে গেছে বাস্তবিক অর্থেই কোন শীর্ষ বিন্দুতে।
তাইতো ঐ সব ন্যাকামো আর ভালোবাসি বলে বারবার-
বাস্তবতাকে আবেগের গন্ডিতে বাঁধতে চাই না।


একজন সুদক্ষ শ্রমিক হয়ে আবেগটাকে বাস্তবতার আদলে গড়তে চাই,
মনের কোনে জমে থাকা আবেগী শক্তির কর্মদক্ষতা বাড়াতে চাই।
এরপর সেই বাস্তবতায় পিচঢালা পথে হাঁটতে চাই,
তার হাত ধরে বাকিটা পথ এভাবেই যেতে চাই।


হয়তো তবুও পিচঢালা পথ কখনো কখনো ভেঙে যাবে,
এবরো থেবরো পথে হাঁটতে যেয়ে হোচট খেতে হবে।
তাই বলে থেমে থাকবোনা, হাত ছেড়ে দিয়ে আবেগী জলে ভাসবোনা,
শত ভাঙা পথ অতিক্রম করে গন্তব্যের শীর্ষ বিন্দুতে পৌঁছে যাবো কোন একদিন।