একটা গভীর একাকীত্ব আমাকে গ্রাস করে চলছে,
মনের ভিতর তুমুল ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে।
কেমন যেন একটা ভীষণ কষ্ট কুঁকড়ে কুঁকড়ে উঠছে,
সবকিছু কেমন খাপছাড়া, পানসে, বিষন্ন লাগছে।


জানি না, কি যেন এক গভীর কষ্টে চোখে জল চলে আসছে,
নিয়মের বেড়াজাল ভেঙে আবেগটাকে বারবার টেনে বের করে আনছে।
কেন খুব নিরব হয়ে যাচ্ছে চারপাশের সবকিছু,
একদম নিস্তব্ধ, নির্জনে বড় একঘেয়েমিতে ডুবে যাচ্ছি আমি!


একটা অজানা ভয় বরাবরের মতোই পিছু লেগে আছে,
যেন সত্যটি বলে ফেললেই প্রলয়ংকরী ঝড় শুরু হবে।
কখনো কখনো বলে চলে আমার ভাবনার সবটুকুই ভুল,
কল্পনাতে এঁকে চলা সব ছবিই একান্ত আমার ইচ্ছের প্রতিরূপ।


আমার আমিই আমাকে সায় দেয় না কিছু একটা সত্য বলতে,
কিছু একটা লুকিয়ে যেতে বলে মনের গহীনে বারবার।
কখনো কখনো সেই সত্যকেও মিথ্যা মনে হয় তাই,
কারণ সত্যটা যদি শুধু আমার জন্যই সত্য হয় শুধু।


ভাবনাগুলো মনে লালন করতে যেয়ে হাঁপিয়ে উঠি,
বলতে না পেরে মনের সাথেই যুদ্ধ লাগি।
এভাবেই দিনকে দিন একলা হয়ে যাচ্ছি,
একাকীত্বই শুধু নয়,  তাতে না বলতে পারার কষ্টেও আছি।