এরপর কোন একদিন,
মেঘলা বিকেলে-
স্থিতিশীল মস্তিষ্কের নিরবতা ভাঙবে।
জড়তা কাটিয়ে সরব হবে,
এক কাপ গাঢ় লিকারের চায়ে ঠোঁট ভিজাবে।


ভেঙে যাওয়া মন, ভেঙে যাওয়া স্বপ্ন
সবই দুঃস্বপ্নের মতো শূন্যে মিলিয়ে যাবে।
কোন এক মহাকালের গর্ভে চোখের পলকেই হারিয়ে যাবে,
আর সরব মস্তিষ্কের অনুরণনে-
বুদবুদ বায়ুর সাথেও মিশে থাকা স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে।