কি জানি কি আছে কপালে,
দেই ভাগ্যের দোহাই।
কত কি ভেবেই পাড়ি দেই-
স্বপ্ন সব করে বোঝাই।


নিশ্চুপে নির্জনে বসে থাকি,
ভেবে যাই সব একে একে।
ভাবনার গভীরে তলিয়ে যেয়ে,
জলতুলীতে ছবি এঁকে।


সুখকে না হয় স্পর্শই করলাম,
অনুভবই করলাম উষ্ণতা দিয়ে!
ভেবেই যদি নিই সুখকে ওপার,
পর করেছি বারবারই প্রতিবার।


সুখ না পেয়েও সুখী আমি,
নিজের মাঝেই একাকার।
ছন্নছাড়া জীবন আমার,
গন্তব্যই শুধু অন্ধকার।।