কোন এক অবেলায় আমি হারিয়ে যাচ্ছিলাম,
নানান সংশয় আর আত্মশুদ্ধির নিমিত্তে।
মনে হতো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি,
যার হবে না কোনদিন সৎকার।


কতো মানুষ, কতো আপনজন যদিও ছিলো চারপাশে
কতো কিছুই বোঝাতো তারা মায়ার বন্ধনে।
তবুও ঐ ভুলসব দিতো হানা মনে বারবার,
কারণে না হয় অকারণে চেপে বসতো আমাকে।


হয়তো চারপাশে অনেকেই আছে
অনেক ভালোবাসার মানুষও আছে,
যারা আগলে রাখে
আর বলে সব ভুলে যেতে নিমিষেই।


তবুও মন থেকে ভুলের ছাপ মুছে যায় নি,
ভুল শোধরালেও ক্ষতের দাগ শুকিয়ে যায় নি।
শুকাতে হলে যে প্রয়োজন একটা উন্মুক্ত পরিবেশ,
যেখানে সজোরে বায়ুর প্রবাহে সব শুকিয়ে যাবে।


ঠিক তখনই কোন এক পড়ন্ত বেলায় তোমার সাথে পরিচয়,
নানান কথার ছলে হয়ে যাচ্ছিল ভাবের আদানপ্রদান।
আমার একাকীত্বের সময়ে খুব ভালো সঙ্গীও হয়ে গেলে তুমি,
আর সেই ক্ষতের দাগ শুকানোর উন্মুক্ত পরিবেশটাও।


তুমি আমার মতোই নীলের প্রতি আসক্ত,
আমার মতোই সমুদ্রের স্রোতে ভাসতে চাও।
যেতে চাও দূর-দূরান্তে পাহাড়, বন আর নদীর মিতালীতে,
হারিয়ে যেতে চাও এসবের মাঝে চিরতরে।


তুমি খুব সাদামাটা একটা মানুষ,
তোমার হাসিতে ফুটে যা নিরঙ্কুশ।
তুমি খুব ভালো মনেরও একটা মানুষ,
কথা আর কাজে প্রমাণিত তাই সন্তোষ।


নিজেকে কখনো ভেবে যাও না খুব বড় কেউ,
বিজয়ের বার্তা পেয়েও করো না তাই হইহুল্লোড়।
অনেক ভালো একজন তুমি, অনেক ভালো
এ জগতে এমন মানুষ পাওয়াটাই খুব সংশয়।


অকাতরে তুমি মানুষের পাশে দাঁড়াও,
সামর্থ্য না থাকলেও চেষ্টা করে যাও।
আর কিছু না হোক মনোবল ঠিক রাখতে তুমি
বিনা দ্বিধায় শ্রম দিয়ে যাও।


কখনো কখনো হয়তো আমার উদ্ভট কাজকর্মে,
মনোক্ষুন্নও হয়েছ বেশ কয়েকবার।
তবুও বিরক্তির ছাপ দেখাওনি কখনো,
সত্য না হোক মিথ্যা অজুহাতে বারবার।


তারপরও মাঝেমধ্যে মনে হয় তুমি এমন কেন?
নিজের মনে কষ্ট চেপেও সুখী খুব দেখাও।
সেই সুখটিও বিলিয়ে বেড়াও,
সবার মাঝেও কতো!


তোমার মতো কিছু মানুষ আছে বলেই,
পরিশ্রান্ত মানুষগুলো এখনো আশ্রয় পায়।
এখনো কোকিলের কন্ঠে গান শুনতে পায়,
নিজেকে জাগ্রত করে আবারো ফিরে আসতে সবার মাঝে।।