কিছু স্বপ্ন আর ভালোবাসার কথা,
গান, কবিতায় রচে দিবো-
তোমার পুরোটা জুড়ে।
তোমার নীল কেশে উড়িয়ে দিবো
সব দুঃখ, কষ্ট এক নিমিষে।


তোমার নীল চোখে ডুবে যাবো,
মহাকালের গহীনে,
যেখানে আমি-তুমি, তুমি-আমি
এক গোপন অভিসারে একাকার হয়ে যাবো।


কোন অজানা ভয়ে তুমি
তবুও কুন্ঠিত রবে,
বলবে ঐ আঁধারে কোন
রাক্ষস-খোক্ষসের কথা।
আমি সব ভয় তখন ভুলিয়ে দিবো,
একটা উষ্ণ পরশে কম্পন দেহজুড়ে।


তুমি সেদিনও নীল শাড়ি, নীল চুড়ি
নীল ফিতায় সেজে আসবে।
আর আমি তোমার খোঁপা চুলে,
একটি নীল গোলাপ গুঁজে দিয়েই বলবো
ভালোবাসি তোমাকে, আমার নীলপরী।


তোমার আলতা পায়ে
সমুদ্রের নীল জল ছুঁয়ে যাবে।
মৃদু শীতল বাতাসে তোমার আঁচলে,
সবটুকু জলের সমান ভালোবাসা
মুহুর্তেই আমার হয়ে যাবে।


এই সব কথাই আমি আজ,
লিখে রাখলাম।
কোন একদিন যখন সময় আসবে,
সেদিন নীল খামটি খোলে দেখো।
আর আমার এই ছেলেমানুষি ইচ্ছেগুলো,
তোমার নীল ভালোবাসায় পূর্ণ করে দিও।