নিজেকে আরেকবার উদ্ভাবন করতে চাই,
কোন এক নিস্তব্ধ রাতে পূর্ণ চাঁদের জ্যোৎস্নায়।
নিজেকে আরেকবার গুছিয়ে নিতে চাই,
সব ভুল, বাঁধা, বন্ধুর পথকে নিশ্চিহ্ন করে দিয়ে।


এক নীল রুমালে সব লোনাজল বর্ষে দিবো,
উড়িয়ে দিবো রুমালটি নীল আকাশেরে পানে।
এরপর কারও নীলাচলে আশ্রয় নিবো,
নীল চুড়ির তার হাতটি ধরে ভরসা পাবো।


প্রত্যুষে সূর্যস্নানে যাবো মেঠো পথ ধরে,
তাকে নিয়ে অজানা কোন এক নদীর তীরে।
এরপর আকাশনীলের ঐ দিগন্তের দিকে যাবো,
তার খোপায় নীল রংয়ের গোলাপটি গুঁজে দিবো।।