কখনো তুমুল একটা সমুদ্র স্রোত,
বুকের ঠিক মাঝ বরাবর আঘাত করে।
লোনাজল আছড়ে পড়ে তখন চোখ বেয়ে,
বিপরীত স্রোতে ভেসে যায় সব কষ্ট নিয়ে।


হঠাৎ তখনই একটা অনুভূতি মনকে দুলিয়ে যায়,
কতো দিনের কতো আক্ষেপ, ব্যথা মুহুর্তে হারিয়ে যায়।
আর মনে হয় এইতো নতুন এক সত্তা,
যে সত্তা সদা হাস্যপ্রোজ্জ্বল জীবন্ত অগ্নিশিখা।
যে অগ্নিশিখায় অতীতের সব ভুল শুধরে যায়,
যে অগ্নিশিখায় মুহুর্তে সব পবিত্রতার পরশ পায়।


পিছনে ফেলে আসা খারাপ দিনগুলো ভুলে-
সম্মুখে চলার নতুন অনুপ্রেরণায় বীজ বুনে,
নতুন আশায়, নতুন স্বপ্নযাত্রায়-
একদিন বীজ অঙ্কুরিত হবে,
বৃক্ষের ডালপালায় প্রসারিত হবে নতুন করে জীবন।