কেন যেন নীল রংটার প্রতি,
আমার একটা দুর্বলতা কাজ করে!
কেন যেন নীল রংটাই আমাকে,
এক অদ্ভুত মায়ায় পাগল করে!


কেউ নীল রংয়ে সাজুক,
নীল সাজে আমাকে দেখুক।
নীলে নীলে নীলময় হয়ে উঠুক,
পৃথিবী নীলকে এবার চিনুক।


সবকিছু নীল হয়ে যাক,
নীলের মাঝে একাকার হয়ে যাক।
সব রং নীল হয়ে যাক,
নীলের পূর্ণতায় পৃথিবী ছেয়ে যাক।


নীল রংয়ে বাসন্তী, সুহাসিনীকে দেখেছি,
নীল রংয়ে সুনয়নার চোখে ডুবেছি।
শুভমিতার নীল আঁচলে ভেসেছি,
নীল রংয়ে সব স্বপ্ন কল্পনায় এঁকেছি।


নীল রংয়ে শ্রাবণ সন্ধ্যায় ভিজেছি,
প্রথম শ্রাবণকে অনুভবে এঁকেছি।
নীল বৃষ্টির, নীল হাসিতে উড়ে গিয়েছি,
নীলের রং বাহারে হারিয়েছি।


ক্লান্ত বিকেলে নীল চুড়ির হাত ধরেছি,
অবসাদ ভুলে ক্লান্তি সকল মুছেছি।
এরপর বাকিটা পথ নীল স্বপ্নে ভেসেছি,
নীল নীল নীলাভ কন্ঠেই ডুবেছি।


আমার সবকিছুতেই নীল থাকা চাই,
লাল, বাসন্তী, সবুজে তাই নীল মেখে দেই।
আর নীল সে তো আরও নীল হয়ে যায়,
পরতে পরতে গভীরতায় পৌঁছে যায়।।