হয়তো কোন একদিন তুমি এসে বলবে,
আজ পুরোটা দিন তুমি আমার সাথে থাকবে
আমার সাথে পাখা মেলে নীল আকাশে উড়বে।


আমি বলবো খুব হেসে হেসে তখন,
এই দিনটির অপেক্ষায় বসে ছিলাম আমি
এই দিনটির জন্যই হয়তো বেঁচে আছি আমি।


হয়তো মুখ ভরা আমার এই হাসিটাও দেখবে তুমি,
ভাববে কতদিন ধরে না জানি আমি হাসছি না
কতদিন ধরে না জানি আমি খুশিতে ভাসছি না।


হয়তো সেদিন বহুদিন পর আমার চোখগুলোও দেখবে,
যেই চোখে তুমি প্রথম মায়ায় বেঁধে পরেছিলে
কত কত স্বপ্ন যেন তুমি এই চোখ দুটোতেই দেখেছিলে।


আমাকে হয়তো অনেকদিন পর অনেক কথা বলবে,
সব জমানো কথা তোমার মনের
সব ভালোবাসার কথা আমাকে নিয়ে।


আমিও সেদিন অনেক কথা বলবো,
হয়তো তুমি কেঁদে দিবে তখন আমার কথা শুনে
এতোটাই ভালোবাসি তাই বুঝবে চোখের জলে।


জানো তোমার হাত ছোঁয়ায় নিষেধাজ্ঞা,
আমায় কতোটা একাকী করে রাখছে
কতোটা যে নিজেকে নিঃসঙ্গ করে রাখছে।


যাই হউক সেই দিনতো সব নিষেধাজ্ঞা উঠে যাবে,
আমার উপর জারি করা ১৪৪ ধারা শিথিল হবে
তোমার উপর আমার স্বাধীনতা আবারও বলবত্ হবে।


আমি সত্যিই এই দিনটির জন্যই বসে আছি,
শুধু অপেক্ষা করে চলছি তোমার জন্য
কখন সব ঠিক আবার স্বাভাবিক হয়ে যাবে।


তোমার সব রাগ, অভিমান মুছে যাবে সেদিন
সব ভুলবোঝাবুঝির অবসান ঘটাবে সেদিন-
তোমার ঐ " কি?  কি? " বলতে বলতে হাসিটুকুই।


আমি এই দিনটির অপেক্ষায় বসে আছি
তোমাকে মিস করার কষ্ট উপভোগ করছি
তোমার আমাকে মিস করার গল্পগুলোই ভেবে যাচ্ছি।।