তোমার কি মনে আছে?
প্রথম স্পর্শের কথা।


সেদিন রিকশা করে ঘুরছিলাম,
রাত প্রায় দশটা ছুইছুই।
তোমার হাত ধরার আবদার করেছিলাম,
তুমি বাড়িয়ে দিয়েছিলে হাত।
আর আমি তোমার হাত ধরেই জীবনে প্রথম,
অন্য কোন উষ্ণতা অনুভব করেছিলাম।
সেদিনই সত্যি সত্যিই প্রথম-
কোন নারীর উষ্ণতা পাওয়া আমার।


আমি জানিনা তোমার হাতের মাঝেই,
এতোটাই অনুভূতি কি করে জমা হয়েছিল?
কি করেই সেই স্পর্শ আমাকে কিছুক্ষণের জন্য
অনুভূতির সাগরে ডুবিয়ে দিয়েছিল।


তুমি আমার নিরবতা দেখে ভেবেছিলে,
তোমার হাত ধরে আমি কি লজ্জা পাচ্ছিলাম নাকি!
অথচ লজ্জা তো দূরের কথা আমার তখনই আবার,
তোমার হাত ধরতে ইচ্ছে করছিল খুব।


আমি তোমার ভালোবাসা সেদিনই বুঝেছিলাম,
উষ্ণতার ঐ বিনিময়ে তাইতো ডুবে যাচ্ছিলাম।
তবুও বলতে তোমার লাগছিল ভীষণ ভয়,
না জানি কতকিছু হয়ে এই অনিশ্চয়।


আমাকেই বলতে হলো আগে,
ভালোবাসি তোমায়ও আমি অবশ্যই।
আজীবন পাশে রাখতে চাই,
থাকতে চাই তোমার পাশে আমি সুনিশ্চয়।


এরপর আরও গভীর হলো সম্পর্ক আমাদের,
মজবুত হলো ভিত্তি আমাদের আস্থা আর বিশ্বাসের।


দিন যত গড়াচ্ছে ভালোবাসা বেড়ে যায়,
ভালোবাসা বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যায়।
আকাশের তারারাও সাক্ষী এখন আমাদের,
আকাশসম ভালোবাসা হৃদয়ে আমাদের।


বুকের ভিতর অন্য রকম তীক্ষ্ণ অনুভূতি,
ছুঁয়ে দিয়ে যায় দেহজুড়ে তোমার অশরীরি।
তুমি আমার মনজুড়ে, দেহজুড়েও তাই আছ,
দেহের প্রতিটি রক্তবিন্দুর সঞ্জীবনী হয়েই আছ।


তোমার মনের নানান সংশয় আমার আদর নিতে,
আবার আদর নেওনা দেখেও কান্না করো পিছে।
আমি তখন ঝাপটে ধরি বুকের মাঝে তোমায়,
সব সংশয়ের লেনাদেনা চুকি তারই মাঝে বারবার।


তোমায় বুকে নিয়ে পাড়ি দেই দিগন্তের বিস্তীর্ণ মাঠ,
সবুজ তারুণ্যে ছড়িয়ে দেই ভালোবাসার সব ঘাট।
তীরে তীরে নৌকা বাঁধা লাল-নীল রংয়ের,
তোমার আমার ভালোবাসায় পরিপাটি সব সাজের।


তোমার চোখের অশ্রু দেখলে ছুটে যাই আমি,
কাছে যেয়ে মুছে বলি ভালোবাসি আমি।
তোমার চোখে তাকিয়ে বলি আর কাঁদবে নাকি,
আমি থাকতে চোখের বারি ফেলতে দিবো নাকি!


তুমি আমায় ভালোবাস তোমার পুরোটা জুড়ে,
আমার পুরোটাতেই মিশে যেতে চাও তাই  ভালোবাসার জোরে।
সংশয়ের দ্বিধাই কেবল বাঁধা দেয় তাতে তোমায়,
সেই জন্যই কষ্টে কাঁদো রাতদিন অঝোরে।


তোমার যতোই কান্না বাড়ে আমি তত কাছে যাই,
সব ভয় ভেঙে বলি আমি তোমায় শুধু চাই।
আমার বুকে কান পেতে শোন তোমায় কতোটা ভালোবাসি,
তোমার বুকেও কান পেতে শুনতে চাই আমায় ততটাই ভালোবাস।


আমার আদর, ভালোবাসা তোমার কাছে অমূল্য সম্পদ।
তাইতো চাও পেতে এসব, সংশয়টাই শুধু আপদ।
যদিও সব সংশয় আমি চুকে দেই বারবার,
তোমার খুব কাছ থেকে ভয় তাড়িয়েও আবার।


আমায় তুমি ভালোবাস, আমি বাসি ভালো,
এটাই সত্য, এটাই ইতিহাস জানো নাকি তুমি?
ভালোবাসায় ফারাক্কা বাঁধ ভাঙো ইচ্ছেমত,
শান্ত করো দুটি হৃদয় একটি হয়ে চলো।।