তোমাকে নীল সাজে দেখতে খুব ইচ্ছে করে,
নীল চুড়ি, নীল ফিতা আর নীল শাড়িতে।
এরপর সেই তুমি আমার হাত ধরে হাঁটবে,
কোন এক অজানা সমুদ্রের পানে-
ভালোবাসার আসক্তিতে ডুবে যাবো আমি,
তোমার সাথে সেই সমুদ্রের অতলে।


আমি তোমার পায়ে আলতা মেখে দিবো,
হাতে লাল করে মেহদী মেখে দিবো।
এরপর সেই তোমাকে নয়ন ভরে দেখবো,
যে সৌন্দর্য আমার কাছে ঐ নীল আকাশের থেকেও সুন্দর
যে সৌন্দর্য আমার হৃদয় থেকেও আরও বেশি সুন্দর।


আমি তোমার সেই সৌন্দর্যে নিমগ্ন হতে চাই,
ভালোবাসার অতলে হারিয়ে যেয়ে প্রশান্তি পেতে চাই।
তোমার ভয়ের অজুহাতে বারবার হাত ধরতে চাই,
আর সেই হাত ধরার অজুহাতে তোমার পাশেই থাকতে চাই।


আমার চোখে তুমি সব ভাবেই সুন্দর,
জগতের বাকি সব মনে হয় শুধু অসুন্দর।
তোমার ঢেউ খেলানো চুল ঝরে পড়ুক,
রূপের এই মোহ শেষ হয়ে যাক -
আমার তাতে কিছুই আসে যায়না,
তবুও আমার চোখে তুমিই সুন্দর।


তোমার সব শেষ হয়ে গেলেও,
নীল সাজে আমি দেখতে চাইবো তোমাকে প্রতিদিন
আর হাত ধরে হাঁটতে চাইবো বারবার।
হয়তো বয়সের ভারে তখন নুয়ে পরবো,
তবুও লাঠিতে ভর করে তোমায় নিয়ে পথ চলবো
যেই পথে আমরা অসীম সময়ের জন্য শুধু ভালোবাসতেই পারবো।


আমি যেই ভালোবাসা চেয়েছি এতোদিন,
যেই ভালোবাসা খুঁজেছি এতোদিন।
তুমি হলে সেই নারী,
যার মাঝে আমি সেই ভালোবাসা পেয়েছি।
চাওয়ার থেকেও আরও বেশি ভালোবাসা যেন,
তোমার মাঝেই খুঁজে পেয়েছি।।