তোমার ইচ্ছেগুলো কেন যেন
আমারো ইচ্ছে হয়ে যায়,
তোমার ভাবনাগুলো কেন যেন
আমারো ভাবনা হয়ে যায়।


তোমার ইচ্ছে হয় সমুদ্র দেখতে,
ঢেউয়ের মিতালিতে চোখ জুড়াতে।
আমারো ইচ্ছে হয় তখন তোমায় দেখতে,
তোমার চোখের গভীরে দুঃখ সব ঘুঁচাতে।


তুমি সমুদ্রের গর্জনে হাসবে,
আমি দেখবো সেই হাসি।
সুহাসিনী নীল শাড়িতে সাজবে,
আমে দেখবো সেই সাজ।


তোমার নীল আঁচলে উড়িয়ে দিবে,
খোলা হাওয়ায় সব দুঃখ।
যন্ত্রণা সব ভাসিয়ে দিবে,
লোনাজলে হবে সব মুক্ত।


কখনো তোমার হাত বাড়িয়ে দিবে,
ধরতে আমি কিছুক্ষণ।
ভালোবাসি বলবে আমায় খুব যতনে,
হৃদয়ে চলবে তোমার অনুরণন।


এরপর তোমার খালি পায়ে হেঁটে চলা,
আমার সাথে হেসে হেসে কথা বলা।
আর গন্তব্যহীন পথে এগিয়ে যাওয়া,
ভালোবাসার অথৈ সমুদ্রে ডুবে যাওয়া।