পত্রের প্রথমেই সূর্যের উষ্ণ কাঁচা রোদের ভালোবাসা নিও,
কাঁচা হলুদ আলো গায়ে মেখে এক চিলতে হাসিও দিও।


নিশ্চয়ই ঐ হলদে মুখের ঐ হাসিতে,
আমার পত্রে ভালোবাসা স্পর্শ করবে।
আর তোমার কেশের সুগন্ধি বাসনাতে,
পত্রের শব্দগুলো আনন্দে উদ্বেলিত হবে।


যাক এবার না হয় কথায় আসি,
সুগন্ধি ভালোবাসায় দু' চারটি কথা বলি।
বহুদিনের জমানো হৃদয়ের আকুতি সব,
এক এক করে খুলে খুলে বলি।


প্রিয় তোমায় ভালোবাসি যতটা আমি ততটাই কাছে টানি,
মুছে দিয়ে যাই শাশ্বত ভালোবাসায় হৃদয়ের সব গ্লানি।


আমার অক্লান্ত ভালোবাসায় কোন ঘাটতি নেই,
নেই কোন মিথ্যার কালিমা।
যতটুকু দেখছো তার চেয়েও বেশি ভালোবাসা,
চাষ করে চলেছি এই হৃদয়ে নীলিমা।


হাজার, লক্ষ, কোটি আলোকবর্ষ দূরে যদি চলে যাই কখনো,
ভেবোনা আমি তোমায় ভালোবাসতে ভুলে যাবো।
ভেবে নিও তোমার অস্তিত্বে যতদিন ভালোবাসা থাকবে,
ঠিক ততদিন অশরীরি আমি টিকে রবো তোমারই মাঝে।


তুমি যখন ভালোবাসতে ভুলে যাবে এমনটি করে,
আমার অস্তিত্বের একটা কবর খোড়ে নিও তোমার হৃদয়ে।
তুমি ভালোবাসতে ভুলে গেলেও আমাকে যে বাসতেই হবে,
অশরীরির ঐ অস্তিত্বে শায়িত থেকে তোমার হৃদয়ে।


তোমার মনে আছে প্রথম তোমার হাত স্পর্শ করা,
কতোইনা হাসি-ঠাট্টা করেছিলে আমাকে নিয়ে।
তোমার স্পর্শ ভয় পেতাম বলে একটু দূর হয়ে হাঁটতে,
কখনো কখনো তোমার আমার মাঝে বাউন্ডারি দিতে ব্যাগ দিয়ে।


তুমি রাগ করলেও আমার খুব ভয় হয়,
দূরত্ব বাড়িয়ে হাঁটো তখন আরও বেশি।
আমি হাসি দিয়ে দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করি শুধু,
আর তুমিও হাসি দেও আর বকুনি দেও আরও বেশি।


তুমি না অপেক্ষা একদম সহ্য করতে পারোনা,
অথচ সেই তোমার জন্য অপেক্ষা আমার ঘন্টার পর ঘন্টা।
আর দেরি করে আসলেও উল্টো  বকো তুমিই,
বলো পারোনা কেন অপেক্ষা করতে মাত্রই কয়েকটা ঘন্টা!


প্রতিদিনই তুমি আমার আগেই ঘুমিয়ে যাও,
আর আমি অপেক্ষা করি আর কবিতা লেখি।
প্রতিদিন সকালে তুমি কবিতা পড়ে মুগ্ধ হও,
আর আমাকে প্রতিজ্ঞা করাও যেন আজীবন কবিতা লেখি।


আমাকে ভালোবাসতেও তোমার নেই কোন দ্বিধা,
তোমাকেও বাসতে আমার নেই কোন দ্বিধা।
তোমার আর আমার হৃদয় ভালোবাসা, যত্ন, অনুভূতিতে ভরা,
হৃদয়ের সুর বাজে সুমধুর তোমায় দেখলেই অধরা।


আমার কখনো কখনো হারিয়ে যেতে ইচ্ছে করে,
তোমার অস্তিত্বের নিবিড় স্পর্শে বহুদূর।
আজীবন তোমার মাঝেই অক্ষুন্ন থাকতে চাই,
ভালোবাসা বাসিতে তোমার মাঝেই সুমধুর।


একটা আর্জি তোমায় করবো আজ আমি,
ভালোবাসার অধিকারে যা চাইতেই পারি আমি।
সুনয়না তুমি আমার হাতটি ধরে থেকো আজীবন,
ভালোবাসি বলে চলো অজানায় হারিয়ে যাবো আমরা দুজন।


জানি না চাওয়া পূর্ণ হবে কিনা,
জানি না হৃদয়ের আকুতি মিলছে কিনা।
যদিও আমার আর তোমার মনের পরতে পরতে রয়েছে মিল,
চাওয়া-পাওয়ায় নেই কোন অমিল।


তবুও হারানোর ভয় তাড়া করে বেড়ায়,
দূরত্ব সৃষ্টি হবে ভেবে কষ্ট পাই আচমকায়।
কুড়েকুড়ে খায় ভয়গুলো সারাক্ষণ,
সমাধান খুঁজে হৃদয়ে হয় বারবার অনুরণন।


শেষে শুধু বলে যেতে চাই প্রতীক্ষায় রলাম,
পত্রের উত্তরের প্রত্যাশায়।
ইতিবাচক সাড়া দিয়ে বলে দিও,
ভালোবাসি, ভালোবাসবো, পাশে থাকবো আজীবন।।


ইতি,
আমি ভালোবাসি তোমায়