তোমার একটা এক্সিডেন্ট হোক,
হাত-পা ভেঙে চুরমার হয়ে যাক।
না হয় তোমার মস্তিষ্ক নির্বোধ হোক,
কোন কিছু বোঝার ক্ষমতা হারিয়ে যাক।


তোমার মুখটি কেউ এসিডে পুড়ে দিক,
চিরতরে কুৎসিত করে দিক।
তোমার দৃষ্টি কেড়ে নিক,
আয়তাকার চোখ দুটিকে নষ্ট করে দিক।


তোমার দীঘল কেশ ঝরে পড়ুক,
কবিতার বর্ণনা থেকে হারিয়ে যাক।
আর সুহাসিনীর মতো হাসিটাও ম্লান হোক,
সৌন্দর্যের এই শেষ ঠিকানাও হারিয়ে যাক।


তোমার ইন্দ্রিয়গুলো অকেজো হয়ে যাক,
আমাকে অনুভব করার দক্ষতা কমে যাক।
অসুস্থ হয়ে হয়ে সব শেষ হয়ে যাক,
সবকিছু পঁচে, গলে পড়ে যাক।


আমি তবুও তোমায় ভালোবাসবো,
তবুও তোমায় কাছে টানবো।
তোমার অস্তিত্বে জড়িয়ে রবো,
তাতেই মিশে হয়ে যাবো একাকার।


আমার কিছুই চাইনা তোমার,
কোন চাহিদা নাই তোমার উপর।
শুধু ভালোবাসার অধিকারটুকু চাই,
আজীবন তোমায় চোখের সামনে রাখতে চাই।


জানি না আর কি প্রমাণ দিতে হবে,
আর কিভাবে বুঝাতে হবে-
আমার ভালোবাসার সংজ্ঞা, উপাত্ত
আমার ভালোবাসার ভিন্নতা।


তোমায় ভালোবাসার পর তুমিই গুরুত্বপূর্ণ,
তোমার রূপ, সৌন্দর্য বড় বিষয় নয়।
তোমার অস্তিত্বের উপস্থিতিই গুরুত্বপূর্ণ,
তোমার স্পর্শ বড় কিছু নয়।।