তুমি আমার অন্য পাওয়া,
আকাশ ছোঁয়া আশা।
তুমি আমার গভীরে যাওয়া,
গহীন ভালোবাসা।


তুমি আমার অন্য মাত্রা,
বেঁচে থাকার ইচ্ছা।
তুমি আমার কষ্ট ভুলের,
পথ্যবিশেষ কিচ্ছা।


তুমি আমার অন্য কেউ,
সুখের এক তীর।
তুমি আমার বিশ্বাসে এক-
আপন ছোট্ট নীড়।


তুমি আমার হারানো গীতি,
ভুল শুদ্ধের স্মৃতি।
তুমি আমার স্বপ্ন দেখার,
আদুরে মাখা প্রীতি।


তুমি আমার নিঃসংকোচ,
প্রকাশিত সকল কথা।
তুমি আমার ভাগ বাটোয়ারা,
মনের সকল ব্যথা।


তুমি আমার প্রথম দেখা,
প্রথম পরিচিতা।
তুমি আমার নিঃসঙ্গতায়,
সঙ্গী শুভমিতা।


তুমি আমার বন্ধুমহল,
রূপের বহু মাত্রা।
তুমি আমার সকল পথে,
সঠিক শুভ যাত্রা।


তুমি আমার ভরসারই-
ছোট্টখাট্ট ঠিকানা।
তুমি আমার বিন্দু জলে,
পুরো পৃথিবীর অজানা।


তুমি আমার আকাশ কুসুম,
নানান চিন্তা ভাবনা।
তুমি আমার অভেদ একটা,
সব জল্পনা আর কল্পনা।


তুমি আমার এমনই কিছু,
জানি না যার সীমানা।
তুমি আমার অসীম প্রত্যয়,
যার বেশিটাই অজানা।


তবুও যেন তুমি এক ভয়,
হারানো সে যে কি যাতনা!
হঠাৎ কোন বেসুরে গীতে,
দিবে না তো কোন স্বান্তনা!!