মিথ্যেবাদীর একটা দাবী ছিল ঠাকুর-
না না! আমায় সত্যবাদী করতে হবে না,
করতে হবে না ধনী, ধনবান;
নিন্দুকের স্বপ্নচূড়া, না না চাই না সম্মান!
তুমি কি ঘুমচ্ছ ঠাকুর-
ও ঠাকুর শুনছো তুমি,
একটাই দাবী, প্রাণনাথ তোমার কাছেই মিলবে!
শুনবে তুমি ইচ্ছে ঠাকুর, শুনবে-
আমার আঁধার চাই, আঁধার
যে আধারে আমারই চোখ-  
ছোঁবে না আমার পা,
যে আঁধারে পিছু করবে না-
আমিত্বের ছায়া,
যে আঁধারে আর একটি নারীরও ওষ্ঠ, চিবুক
আমায় বলবে না স্পর্শ দাও;
সেই আঁধারেই পদ্ম পাতায় ভাসিয়ে দেব
তুমি ডাক আর আশ্চর্য হাসি,
চিবিয়ে খাব এক স্বপ্নময়ীর মুখে বলা-
আমি পাষণ্ডের মুখোশ।
ইচ্ছে ঠাকুর,
আমার আঁধার চাই,আঁধার চাই-
চাই নবীন যুবতী আঁধার।।