হোকনা সে মাস, বছর বা যুগের পরে
যেবার তুমি ফিরবে মোদের ছোট্ট নীড়ে,
পূব আকাশে রংধনুটা দেখবে সেদিন আসবে ফিরে;
এক পলকে এক নিমিষে ছিনিয়ে নেব সাতটি আবির-
সাজাব তোমায় উতলা মনে বাসনা শিখায় রব নিবিড়।


সবুজ আবিরে তৈরি শাড়ি হলুদ চিকন পার,
বিলাসী সবুজে হলুদ সুতোর রইবে কাজের ভার;
লাল আবিরে ঠোট মাখাবো আধ কপালে লাল টিপ,
যতনে গাঁথা শক্ত সুতোয়, কণ্ঠে জড়াবো বেগুনী পুথির হার,
আকাশী আবিরে রেশমি চুড়ি হাত ভরিয়ে ঢিপ,
কমলা রঙের গোলাপ গুচ্ছ খোপায় গুঁজিয়ে ঠিক-
শিওরে বসে দেখব তোমায় নিশাচরে নিশীথ।


চিরটাকালের অগোছালো আমি, সেবার একটু গোছালো হবো
এখন আমি যা হই, যা রই
সেবারে আমি কবি হব!
অক্ষর জুড়ে তোমারই টান, সপ্ত সুরে বাধিয়ে গান-
তোমার কানের মাথা খাব।


খেলবে সেদিন উঠোন জুড়ে সাদা কবুতরের দল
কপোত-কপোতীর প্রেম নিবেদন, থাকবে একটু ছল
অন্ধকারে ছোট্ট ঘরে সাজিয়ে রাখব তারার মহল
দু'ফোটা জলে চোখ ভিজিয়ে আমার চুলে ঝিঞ্জি দিয়ে
বলবে-সত্যি, তুমি একটা আস্ত পাগল!
সেদিন ঠিকই আমার বসত তোমার মনের ঘরে-
হোক সে মাস, বছর বা যুগের পরে।