হাতে হাত দিয়ে নয়
      সবুরে কিছু সময়
              নিরাপদ দুরত্বে চলো এগিয়ে
জমায়েত না হও
       শুধু কিছু কথা কও
               মন থেকে হৃদ্যতা দাও ছড়িয়ে।


দেহ থেকে থাকো দুরে মন থেকে নয়
ভালোবাসা দিয়ে সবে দুর করো ভয়।


কাছে আসার গল্প নাই
       দুর থেকেই পাশে পাই
             কষ্টের সীমানায় যাতনার মুখ
দিন কাটে যতোই ঘরে
       ইচ্ছে বন্দীর হাত ধরে
              একদিন আসবে জীবনের সুখ।
        
ধুয়ে মুছে হোক সাফ জীবনের ঠিকানা
হাসি খুশি সুখ ভোগে হৃদয়ের সীমানা।