পতিত মানুষ
......................................
পতিত মানুষের মুখে গ্রীষ্মের মাছি
গা চুলকে বের করে রক্ত!
লুকিয়ে রেখে মন আত্মার কাছাকাছি
শয়তান ক্রোড়ে ঈশ্বরভক্ত!!


ক্ষণিকের দুনিয়ায় কার কিবা পরিচয়
নকল গর্তে আসল ঠিকানায়!
কোনটা আসল আর কোনটা যে অভিনয়
রুগ্ন প্রকৃতিতে বুঝা বড় দায়!!


নিরুদ্দেশ!!
............................
সুমহান কাহিনি সুবিশাল মঞ্চে
চন্দ্রাক্ষী প্রসারিত বাস্তবতায়
ঘোড়ার ডিম ফেটে বেরোয়
ফুটফুটে কুমীরের বাচ্চাটা।
খাল-বিল জমে স্থির
পুকুরটা হলো নিরুদ্দেশ।