সময়ের গ্যঁড়াকল
.........................................
দুরন্ত জীবনের শেষবেলাতে
সূর্য যখন অস্তাচলে
বারবার স্বপ্নেরা দেয় শিহরণ
সময়ের এক গ‌্যাঁড়াকলে।


জীবনের অঙ্ক
..................................................
বাতাসে ওড়ে বাতাসের চাপ বুকটা ফুলিয়ে
দোলনায় দোলে শিহরণ মনে পরশ বুলিয়ে
চাওয়া-পাওয়ার হিসেব কষি
স্বপ্নেরা তবুও বাহানায় বসি
মেলাতে পারি না অঙ্ক সূত্রগুলো যায় গুলিয়ে


তফা‌তে
......................................
তুমি ব্যতিক্রমী?
আলাদা কিছু আমার থেকে?
তাহলো ওঠো
এবং কেটে পড়ো।