হাতে হাত আর অধরাধর!
শিক্ষার নানা পথ ধরে
পদার্থ-রসায়ন ছেড়ে
কলা, শৈল্পিক আকারে
তারপর সমাজবিজ্ঞানের মুখরোচক পাঠ
ভুগোলের গোলমাল আর
গার্হস্থ্য আধারে অর্থনীতির জটিলতা
বাকিটা সব ইতিহাস!


কেউ ইতিহাস পাঠ করে
পাঠ করে কেউ ইতিহাস গড়ে!