হাঁটুজলে বিষম পেয়ে সাগরপাড়ির গল্প বানায়
মেঠোপথে হোঁচট খেয়ে শুন্যে উড়ে কল্পডানায়!
মেঘ আড়ালে সূর্য লুকায়
দিনের আলো রাতের ধোঁকায়
এখানে অন্ধকারে পথ দেখায় আজ জন্মকানায়!!