যতোই বোমা মারো
নিষ্পাপ জীবন কাড়ো
জ্বালাও বাড়ি গাড়ি
সকল সীমা ছাড়ি
হিংস্র মনের সহিংসতায়
রক্ত ঝরাও একনদী!
আমি ছাড়বো না
তবুও সাধের গদি!!

ক্ষমতার সাধ বুঝেছি
গণতন্ত্রের বাধ সেধেছি
যতোই করো বাড়াবাড়ি
হিংস্রতার সীমা ছাড়ি
পদ ছাড়বো না তবুও আমি
রক্তপণটা  যতই দামি
জ্বলছে দেশ ও জনতা
জ্বলছে জ্বলুক নিরবধি
ছাড়বো না, ছাড়বো না
তবুও সাধের গদি!!

থাকতে চাই না ক্ষমতায়
সে-ই পরম মমতায়
আমায় গোলাম বানায়
গোল্লায় যাক দেশটা
দেখতে চাই শেষটা
স্বার্থের ষোল আনায়!
তাই তো বাড়ে গুম ও খুন
পান্তা আনতে ফুরায় নুন
যতোই আসুক ধর্মঘট
দেশে লাগুক ভজঘট
থাকবো আমি ধরে হাল
হোক না তরী নাজেহাল
কিন্তুর ভিতর ঢুকিয়ে
দেবো একটা যদি!
ছাড়বো না, ছাড়বো না
তবুও সাধের গদি!!