তুমি কাল
তুমি সদা অনন্তধারায়!
তুমি আছো মিশে সবার
           হৃদ সাহারায়!!

তুমি চলমান
নেই পরোয়া পথ হারাবার!
তুমি সবার জীবন পঞ্জিকায়
মন হাহাকার!!

তুমি সবার চিরসাথী
সুখে, দুখে তব পাশাপশি
কখনো আঁধারের সাক্ষী তুমি
কখনো আলোয় ভাসি!!
****************
*দৃষ্টিপাত<*
আমার ২০১৪ সালের ডায়েরির মুখবন্ধতে এই লেখা কয়েকটি লিখে ছিলাম। বিদায় নিচ্ছে একটি বছর, জীবনের পুঞ্জি! আমার ডায়েরির শিরোনাম ছিল-" পরবাস কথামালা-০৮"।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

ভালো থাকুন, স্বাভাবিক থাকুন
আনন্দে অনাবিল!