আমার স্বাধীনতা কেড়ে নাও
তবুও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাও
নিরাপদ যেন হয় ঘরে ফেরা
নিরাপত্তায় থাকে যেন আমার ক্ষুদ্রালয়।
কথা বলার অধিকার কেড়ে নাও, দেখার, শোনারও
শুধু চাই বুক ভরে পরিচ্ছন্ন শ্বাস নেবার অধিকার!
শান্তিতে পারি যেন নিদ্রা যেতে।
আমার ভোটাধিকার কেড়ে নাও
তবুও ধ্বক করে যেন উঠে না আমার প্রাণ
কাঁপে না যেন ত্রাসে আমার ছোট্ট হৃদয়!
আমি চাই না গণতন্ত্র এমন
আমায় শোষিবে তুমি
আমারই আঙিনায় এসে
আমার ফায়দা নিয়ে
বিধি সম্মত ভাবে, আইনের নামে।
আমি চাই না এমন স্বাধীনতা
পারব না বলতে সত্য কথা
আতঙ্কে সব সময় প্রাণটা মুঠোয়
নি:শ্বাসে ভাসে শুধু জলীয়বাষ্প!
আমি চাই না এমন প্রগতি
চাঁদকে করবো পরাজিত
সূর্যকে হারাবো বিজলীতে।
চাই না এমন আধুনিকতা
এমন প্রযুক্তি, এমন উন্নয়ণ
দেশ ভেসে যাবে বন্যায় তবুও
জলের দেখা পাবো না
প্রকৃতি করবে বিজয়ের গান
তবুও শব্দ পাবো না
সৌরভে মাখা সব ফুলেদের
তবুও গন্ধ পাবো না।