আমি আকাশের পানে দিই দৃষ্টি
অপরূপ নক্ষত্রের দেখে যাই কৃষ্টি
ঝলমলে উজ্জ্বল গগনে পবিত্র
নির্মল শীতরাতে অপূর্ব চিত্র!
বইছে বাতাস
ফটিক আকাশ
পাতা ঝরে গাছে
চলে আসে কাছে
দোল খেতে খেতে
শান্তির স্থান পেতে
একটি শীতল রাত, পরশ প্রাণে কারো
সময়  চলে যায়, সময়ের টানে আরো
একটু ঠান্ডা, সর্দিজ্বর কিংবা হাঁচি
তবুও ভালোবাসি, তাকে নিয়ে বাঁচি।
অদ্ভুত মায়াবী, বরফ শীতল রাতে
একটি তুষার খন্ড নিচ্ছি তবুও হাতে
জড়িয়েছে বুকে, মেখেছি গালে
বছর যায় গড়িয়ে, পড়েছি নতুন সালে।
আবারো পড়েছে ঠান্ডা, বরফ জমছে ভালো
নির্মল আকাশে দেখি তারা ভরা আলো
কখনো সাহসী, কখনো থরথরে ভীতু
ভয়ঙ্কর সৌন্দর্যে প্রকৃতির সব ঋতু
লেপ-কাথা কম্বলে দেহখানা সাজা
বড্ড ভালোবাসি খেতে কাসতানে ভাজা!
রাত বাড়ে, দিন হয় ছোট, ছোট হতে আরো ক্ষীণ
তবুও আছে সেথায়, আমাদের শুভ বড়দিন।