অর্থ কি জীবনের মূল, নাকি জীবনই অর্থের মূল!
মনের সত্তাকে দান করে জীবে, শিক্ষাই বড় ভুল।
তিমিরে ঢেকেছে তব মানবসত্তার আলো, নিগড়
পড়েছে স্বার্থ-দ্বন্দ্বে, ক্ষুধ-পিপাসায় চেতনার ভিতর।
আত্মসাধনা নয় মূল্যবোধে, চিত্ত হয়েছে যোগ
কল্পিত রসে আস্বাদন মনে জীবনকে উপভোগ।
যেখানে ছিল শিক্ষার মূল্য, চরিত্রের তৃপ্ত সাধন
সেখানে আজ স্বার্থের লড়াই, জিঘাংসার উত্পাদন।
নরকে বসে স্বর্গ সাজাই, গলিত লাশে খুজি যুক্তি
চিন্তা,চেতনা, আত্মপ্রকাশের বন্দিত্বে নেই মানবতার মুক্তি।
চাই অন্ন, চাই বস্ত্র, সবার আগে চাই নিরাপত্তা জীবনের
ক্ষমতার নিগড়ে বন্দি জাতি, মুক্তি আছে কি মনের?
যে শেখায় জীবনের স্বাদ, পাল তোলা মন তরী
তাকে করেছি শৃঙ্খল জবরবেড়িতে, লিপ্সায় প্রাণ ভরি।
আত্মার মৃত্যুতে উল্লাসে প্রবৃত্তি, ফতুর বিবেক কাঁদে!
জীবনের মুক্তি রাজকীয় ধ্যানে, রাজ্য লোভের ফাঁদে!!