মাঝে মাঝেই আর্তনাদ করে উঠি
সময়ের তাগিদে, নির্মম বাস্তবতায়
আমার আর্তনাদ আমার মন প্রকোপে
আর্তনাদ ব্যদনার, আর্তনাদ হতাশার!
কেউ কি শোনে না? নাকি স্তব্দ
আমার কন্ঠস্বর! নেই কেন জবাব।
হতাশা মনে কান্না ঝরে মস্তিষ্কের কোষে
চোখের পাতায় আর পেটের ভাঁজে।
নির্মল মণিতে পড়ে নিষ্ঠুর নিয়তীর ছায়া।
নিয়তী আমাকে খেলায়, আমাকে হারায়
আমি বারবার পরাজিত বাস্তবতায়
পরাজিত নিষ্ঠুর নিয়তীর আক্রমণে।
তাই বারবার আর্তনাদ করে উঠি
আর্তনাদ আমার বুকের গভীর থেকে
আর্তনাদ বেঁচে থাকার, আর্তনাদ ক্লান্তির
আর্তনাদ জিঘাংসার, আর্তনাদ অস্থিরতার।
সময়ের সাথে সাহসিকতার
স্রোতের সাথে প্রতিকুলতায়
ঝড় আর তান্ডবে, মধুর শোষণে।
হাসিখুশি মারপিটে, কলঙ্ক ভোগে।
সুখের মত হিংস্রতা আর নিষ্ঠুরতায়
ভালোবাসাময় একবুক যন্ত্রণায়।