তারা বলে থাকে, তিনি আলোকবর্তিকা
সমাজের পথ নির্মাতা, শত বছরের
আমাদের চলার পদক্ষেপে প্রতিদিন।
তারা আন্দোলিত হয়,নব চেতনায়
হৃদয়ের উত্তাল তরঙ্গে তব হারিয়ে
হিল্লোলিত জোয়ারে দেয় গা ভাসিয়ে।
ওরা নাকি প্রগতির ধারক এই সময়ের
জ্বলন্ত সিগারেটের শেষ ছাইটুকু ফেলে
নিগ্রো ঠোঁটের ফাঁকে, স্বপ্নের বাস!
উত্সাহিত করে স্বার্থের কারণে-
প্রজন্মের নষ্ট উন্মাদনায়, সহিংসতা।
মৃগীরোগীর নাচন সংস্কৃতি আর
স্বর্গের সাথে চিন্তার সংঘর্ষে
স্বাধীনতার নামে অবাধ্যতা কিংবা
প্রগতির নামে অশ্লীলতা
আমাদের কাম্য নয়। সায় নেই
সমর্থন আর ভ্রষ্টামি নেই আমাদের।
এটা তাদের একান্ত ব্যখ্যা, দর্শন
নিজস্ব ইতিহাসের পাঠদান।
তাই বলি, আয়নায় দেখুন সব
আয়নায় দেখুন সমাজের রূপ।
পথ তৈরি করুন পথহারাদের
সংরক্ষিত একটি যাত্রীছাউনী
সমাজের সর্বহারাদের জন্য হোক।


নিজের উপর আলো ফেলুন
আপনি দেখবেন, দেখবে সবাই !
আত্মাটা ঝলসে যাক জোছনার আগুনে
চিত্তটা ওড়ে বেড়াক মেঘের দেশে।


প্রতিটি পরীক্ষার ফলাফল আছে
বর্তমান হারানো মানে ইতিহাস।


সব মুখেরই ভিন্ন ভিন্ন চিত্র
সব চিত্রেরই মানদন্ড রয়েছে।


আপনি হোন একটি সূর্য-প্লাবিত আকাশ
অথবা দীর্ঘতর  জ্বলন্ত লাভা
সত্যের, সাহসের, সৃষ্টিশীলতার।