জনসেবা করব বলে
নাম লেখালাম রাজনীতিতে।
দেশের সেবা করব বলে
কিনলাম নেতার পদ পদবী।


আমার চিন্তা আমার ভাবনা
        দিলাম আমি দেশ ভরিয়ে।
        আমার চাওয়া আমার পাওয়া
        রাজনীতিতে রাখলাম বন্ধক।
এখন আমি নই তো আমার
       হলাম এখন দেশের ধন।
       দশের সেবাই জীবন আমার
       দেশটাই আমার এখন।


দেশ ও দশের সেবার জন্য
         ভাড়া দিলাম নীতির ভূমি
         ইজারাতে বুদ্ধির ঘাট
         মানবতা আর ন্যায়ের শাষণ।      
সম্প্রীতিতে চলছি এখন
         তাই তো করছি স্বজনপ্রীতি
         বিকৃত মন দিলাম বেচে
         শাস্তি দিলাম আত্মশুদ্ধির।
অস্থিরতায় কাটছে সময়
         বাড়ছে আমার মেদ ভূঁড়ি
         এই যে আমার বিলাসিতা
         দেশের সেবায় করছি ফেরি।


তোমায় ভালো বাসছি বলে
        প্রেমিক সেজে পদক জিতি।
তোমায় আমি বাঁধব বলে
        সকল বাঁধন দিলাম টুটি।


আমার স্বপ্ন আমার আশা
তোমার প্রেমে দিলাম বন্ধক
এখন আমি নই তো তোমার
প্রেমটাই আমার এখন!


পুনশ্চ: কম কথা বলতে গিয়ে,  বলে দিলাম সাতকাহন
         হাতি ঘোড়ার দিন শেষে, গাধা এখন নয় বাহন।