দিচ্ছে কামড়, মশার পামর
হাতের চাপড়, মুখের ফাঁপড়
কার বলয়ে কে খায় ধোঁকা!
দিচ্ছে কামড়ে
লাল পিঁপড়ে
আরো আছে ছারপোকা!!
কাটছে কেউ
নদীর ঢেউ
সাতরে যায় মার খোকা
ঘুণে কাটে, শিল্পী ছাটে
কাটে মাটি উইপোকা!!


মারছে কেউ অস্ত্র দিয়ে
ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে
মারছে হাতে
         ভিন্ন জাতে
কোন প্রবাহে
         কোন খাতে
কেউ হাসে, কেউ বা কাঁদে
কে বা মারে
কে বা ছাড়ে
কেউ বা পড়ে পরের ফাঁদে।
সেই মারে
যে পারে
দখল নিতে ঐ চাঁদে।


সবাই আমার, আমার সাথে
ভাবছি কী হবে তাতে
নিজেই নিজে খাচ্ছে ধোঁকা
বুদ্ধি বেচে হয় বোকা।


কারো জেরে কেউ বা ভোগে
কত শোকে শত রোগে
নিত্য আছি
কাছাকাছি
কারো ক্ষোভে
ভাবছি তবে
আমরা সবাই গোলযোগে!