মাতালের তালে আর অসূরের সুরে
           ক্ষয়ে যাওয়া অন্তরায় মুক্তির ছবি?
বিত্তের নৃত্যে  নীতি রেখে দুরে
           শ্যামল বাংলা দেখে এক অন্ধকবি!


আমি
স্বার্থের গল্পে নায়কের এক চরিত্র!
         মানবতার চেয়েও বলি পশুত্ব দামি।
রাজনীতির খোলসে জীবনটা পবিত্র
         আদর্শ আমার বাপ আর স্বামী!!


ধর্ম করি আমি কর্মের ওপারে
          মিলেমিশে একাকার পৈতা- টুপি!
সংখ্যাতে বেড়েছি আদম শুমারে
          ভ্রান্তিতে তৃপ্ত রঙ বহুরূপি!!


লাশে করি নৃত্য চিত্তের আবেগে
          রক্ত সূরা করেছি পান।
ঘুমন্ত আত্মা ওঠে না জেগে
          হয় না রচিত মানবতার গান!!


তবু্ও
এখনো স্বপ্ন দেখে অথর্ব কবি
        শ্যামল বাংলায় হবে মুক্তির ভোর!
তাল, লয়, সুর ঠিক হবে সবই
         কাটবে জনতার মোহ আর ঘোর!!