রাত যে এখন লম্বা ভীষণ আঁধার জমে বেশ!
মাতাল হাওয়া গায়ে মেখে খাচ্ছে বিষম দেশ!!


আর ডাকে না ঝিঁ ঝিঁ পোকা, জোনাকির নেই আলো
রাতটা শুধু বেড়েই চলে, গোলক ধাঁধার কালো!
চাঁদের দেখা যায় না পাওয়া
উদোম গায়ে শীতল হাওয়া
জোছনা প্রহর আর আসে না, মন মাতানো রেশ!
মাতাল হাওয়া গায়ে মেখে খাচ্ছে বিষম দেশ!!


ঝিলিমিলি তারার আলো হারিয়ে গেছে দুরে
হঠকারিতায় আঁধার খেলা, ভয়টা হৃদয় জুড়ে
উল্লাসে হিংস্র প্রাণী, বনপশুতে সুর
পথের পরের পথ, মানুষ বহুদুর
রাতটা শুধু চলছে বেড়ে, রাতের নেই যে শেষ!
মাতাল হাওয়া গায়ে মেখে খাচ্ছে বিষম দেশ!!