যদিও দেখা পায় না কেউ
কখনও নয়, তারপরেও
তার অপেক্ষায় শুধু!


দেখতে তাকে থমকে গিয়ে
ভ্রান্ত মনে গোল পাকিয়ে
সবই মরুর ধূ ধূ!!


যা কখনো আসার নয়
আগামীকাল কি আর হয়
তাই তো বলি, শুধু আজই!


চলতে গিয়ে বিষম তবুও
খায় না হোঁচট থমকে কভু
সময় ধরে চলার বাজি!!


রাত নামে না সূর্যের আগে
দিন ভুলে না অনুরাগে
জোছনার আলো মেখে!


যা বলি না তাই তো বলা
পথের দেখা ছাড়াই চলা
কিছুটা গোপন রেখে!!


(উদাসকবি) ১৩.১০.২০১৪