আমার শোবার ঘরের বারান্দা থেকে
প্রতিদিন বাগানের ফুলগাছ দেখি
আরাম কেদারায় কাত হয়ে
হয়তো উদাস হয়ে
নিরাসক্ত চোখে, কারো মতে
তন্দ্রা লাগা ঘোরে!
কিংবা হারিয়ে যাওয়া
অচেনা কোনো বাস্তবতায়
চিরচেনা পরিবেশ ছেড়ে।
হয়তো নিরর্থক সময় কাটানো
কিছু মানুষের ধারণায়
ওরা ভাবে না
আমি কী ভাবি।
ওরা দেখে না
আমি যা দেখি।
ওরা শোনে না
আমি যা শুনি।
ওরা বলে না
আমি যা বলি।
এই যে ফুল ফোটে, গন্ধ বিলায়
সুরভিত স্নিগ্ধতায়
কখনো বিকশিত উন্মুক্ততায়
কখনো লাজুক কমনীয়তায়
তারপর ঝরে যাওয়া।
এরা কি পরস্পরের ঘ্রাণ নেয়
বলে কি কথা চুঁপিচুঁপি!
অথবা বলে কি কটু কথা
গায়ে কোনো কাঁটা
কিংবা ঝরায় পরস্পরের রক্ত
হৃদয় থেকে হৃদয়ে
বুকের খাঁচা ভেদ করে?
?????????????????


১১.১০.২০১৪ শনিবার (উদাসকবি)
https://www.facebook.com/udash.kobi.52