এই আকাশের নিচে
এই সবুজ শ্যামল ছায়া ঘেরা প্রান্তরে
এই আমাদের রূপসী বাংলায়
বহুমাত্রিক মনন ছলে, বহুমাত্রিক প্রজ্ঞা ভরা
বিকলাঙ্গ রাজলোভীদের স্বার্থবলিতে
মুক্তির গান বিষাক্ত হয়ে
মৃত মানচিত্রে গলিত আত্মা
বিকলাঙ্গ রাজশিশু জন্মায় স্বাধীনতার আঁতুরঘরে!
রঙ, গন্ধ আর মাত্রা বিহীন।
জীবনের কোনো অনুভুতি নেই
নেই কোনো নতুনত্বের সাদরে গ্রহণ।
এই আকাশের রঙ পাল্টায় বারুদের ধোঁয়ায়
অর্থলেহীর কলকারখানার ধোঁয়ায়
মরণবিষের সিক্ত ছায়ায়।


আকাশ এখানে পাপভরা মেঘে ঢাকা
পাহাড়ের গায়ে হিংস্রমানবের আঁচড়
খোলা প্রান্তরে নাচে ক্ষমতার উলঙ্গরা!
মানুষের রক্তে নেশা ধরে যার
খুনে ভাসে ক্ষমতার তরী।
তার হাতে আঁচলের পরশে
জ্যান্ত হয় জানোয়ারগুলো।
মানুষের লাশে ওদের বিকৃত হাসি
পশু কুরবানীতে হায় অশ্রুতে ভাসি।


মানচিত্র আঁকে পেট পূঁজারী
ওড়ায় সেই নিশান ত্রাসধারী
আকাশে ফেলে বিষাক্ত শ্বাস
মাটিতে উড়রায় বমনের বর্জ্য
পতাকা হাতে অথর্ব কুমার
দন্ডটা ধরে অপদার্থ নেতা!
সবকটা আকারবিহীন
দেহ সর্বস্ব কঙ্কালে ভরা
চির সবুজ মাতৃভুমি।


বহু দৈহিক চিন্তা, অনেক নেশাখোর
ক্ষমতার মসনদে বসে শিয়ালরাজা
ইন্দ্রিয়গতভাবে এবং বহুমাত্রা মানসিকভাবে
এখানে ছিল না মানুষ এবং এটি আছে
আমাদের জন্মভুমিতে।