এই পৃথিবী ওলটে পালটে দেখতে যদি চাও
ভালোবেসে বন্ধু তুমি আমার দু'চোখ নাও!
দেখবে তুমি হলদে হয়ে সূর্যি মামা ওঠে
নিজের আলো হারিয়ে, চাঁদের হাসি ঠোঁটে!
পশু পাখি সমাজবদ্ধ গড়ছে সুন্দর নিবাস
মানুষগুলো জঙ্গল গুহায় করছে তারা বাস!
জলের ভিতর চাঁদের আলো, দিন কিংবা রাতে
বাতাস ছাড়া জীবন সবার, হাঁটছে তারা হাতে!
মানুষগুলো রক্ত খেকো, সভ্য পশু পাখি
নেংটি ইঁদুর, বিড়াল, কুকুর করছে মাখামাখি!
ছেলেগুলো পুতুল খেলে, শিকার করে মেয়ে
মাছগুলো সব ডাঙায় বাস, পাহাড়-পর্বত বেয়ে!
পিঁপড়ের ভয়ে হাতি লুকায়, গর্তে গরু, মোষ।
পশু-পাখি ছালে ঢাকে, নেংটো থাকে মানুষ!!
আকাশ চড়ে গাধাগুলো, মরুর তাজা উট।
কীট পতঙ্গ প্রাসাদ বিলাস, উষ্ণ মানব ঝুট!!
বৃষ্টি দেখে পাখি লাফায়, রোগ,জীবাণু রিমঝিম।
পাখিগুলো বাচ্চা ছিটায়, মানুষ পাড়ে ডিম।।
দিনের আলো সয় না চোখে, রাতে ভীষণ ভালো
মানব সমাজ কেড়ে নিলো এই পৃথিবীর আলো!