নিয়ম করেই ভাঙ্গি নিয়ম
মিথ্যে সবাই বেচাইন।
আইন দিয়ে আইন পিষে
করছি কত বেআইন।।


শুভ মনে মিথ্যে বলে
দিচ্ছে সবাই ফাঁকি!
গড়ল পথে সরল মনে
সত্যটাকেই ঢাকি।।


সবকিছু দেখেও সবাই
না দেখার করছি ভান।
যার গরু করছি চুরি
তাকেই করি চামড়া দান!!


নিজের রক্ত চুষে খেতে
আমরা এখন সুদক্ষ।
গুম, খুনে ভ্রষ্ট সমাজ
ভাবছি সবাই প্রতিপক্ষ।।


ঈমানটাকে শক্ত করে
ধর্ম-কর্ম করছি সব।
পরের হক লুটে-পুটে
গড়ছি বিত্ত বৈভব!!


রেলগাড়িটা চলছে সঠিক
উঁপড়ে দিলাম শুধু লাইন!
গভীর ঘুমে দক্ষ চালক
আইন করেই ভাঙ্গি আইন!!