নগর অরণ্যে স্বেচ্ছা নির্বাসনে
পড়েছি যান্ত্রিক দানবের কবলে
সে আমাকে কামড়ায়, খাবলায়
শিহরিত শরীরের উত্তেজনায়
রক্ত দেখে আসে পুলকিত সুসময়
নিদারুণ বাস্তবতায় হিংস্র নিয়তী
খুনে ভাসে চাঁদ, আবর্জনার স্তুপে
রক্তের জোয়ারে আসে জোছনার নাইওরী
ঘোলাটে সভ্যতা ছেঁড়া চাদরে
শক্তিগুলো বন্দি নষ্টের মুষ্ঠিতে
দৃষ্টি ভাসে ঘোর লাা সন্ধ্যায়
আলো আঁধারির জুয়ার আসরে
এখানে বিবেক অকাল প্রয়াণে
চিত্তরা মরে না খেয়ে
সব সুখ ক্ষমতার লেহনে
প্রবৃত্তির কৃতদাস
দৃষ্টিটা বন্দি চার দেয়ালে
বুদ্ধির দাপটে মানবতা কাতরায়
সব যেন প্রবৃত্তির কৃতদাস
হৃদয়ের সৃষ্টিশীলতা, অনুপম প্রেম
শৃঙ্খলিত শিঁকলে যান্ত্রিক কারাগারে
মনটা পঙ্গুত্বে
নীতির আলসেমীতে
এখানে সবাই আজ
প্রবৃত্তির কৃতদাস।