স্বপ্নটা সময়ের
                প্রতিটা জীবনে
স্বপ্নটা উন্নয়ণের
                আমাদের চেতনায়
স্বপ্নটা উদ্ভাবনের
                মহাবিশ্বের সৃষ্টিশীলতায়
স্বপ্নটা পরিণত
                কবির কল্পনায়।
সভ্যতার সমস্ত শব্দ
              কাব্য আর ছন্দে
              স্বপ্ন থেকে বাস্তবতায়


সুর যেখানে
            প্রকৃতির গভীর মমতায়।
            সুর আসে মানবিকতার
            মিশ্র স্পর্শে! চাতুর্যের মিশ্রণে
            আকাশের নীলিমায়, অরণ্যের আহ্বানে
            সাগরের গর্জণে।
            কখনো পর্বত শৃঙ্গের চুঁড়ায়
কবি সাজায় মনের আল্পনায়
তার শব্দের গুচ্ছ
জীবন কবিতার।
মাত্রাহীন ভাবনায়।
তারপর এক সময়
          কবি কলমটা কানে গুজে
          পানির গ্লাসটা মাথায় ঢালে
          কবিতা থাকে অপূর্ণতায়
          কবি পারছে না কবিতাকে সাজাতে
          পূর্ণ মাত্রায়!