ক্রিয়া প্রতিক্রিয়া


(১)


স্বপ্নঘরে, লেখার তরে
কলম খাতা সবই
শুধু এখন, নেই যে মন
ডুব দিয়েছে কবি।


(২)


চলছে নদী একেবেকে
দুই দিকে তার পাড়
জল নেই ঢেউ নেই
শুধু আছে ধার।


(৩)


নীল আকাশে ভাসছে মেঘ
আলপনা একে।
তারই ছায়ায় তোমার ছবি
শুভ্র ছায়া মেখে!!


(৪)


আকাশ জুড়ে তারার মেলা
স্বপ্নলোকের ডানায়।
কল্পভেলায় যাই হারিয়ে
ঘুমবিলাসী ছায়ায়!!


(৫)


করতে পারি সবই আমি
করতে শুধু বাকি
বলতে আমি সবই পারি
চুপটি করে থাকি।


(৬)


এই জেনেছি জানব আমি
জানার মাঝে থাকি।
শুধু আমি কী যে জানি
তাই জানতে বাকি!!


(৭)


ভালোবাসার রঙতুলিতে
ছবি আঁকেন কবি!
মনের কলম যায় হারিয়ে
বিবর্ণ এক ছবি।


×××××× ১১.০৮.২০১৪