আমি আছি স্বপ্নঘোরে,         মনটা প্রজাপতি।
ভাসাও তোমার মেঘের জলে ওগো মায়াবতি!!


জলে ভাসে জলরাশি, কেউ বা সাতার কাটে
শূণ্যে ভাসে নদীর ধারা, কেউ বা শূণ্যে হাটে।
জলশূণ্যে কেউ মরে, কেউ বা ডুবে জলে
মরার পরে জ্বলে কেউ, জ্বলার পথে চলে।
কথার মায়ায় কথা বাড়ে, পায় না তবু গতি!
ভাসাও তোমার চোখের জলে ওগো প্রিয়তী!!


মনটা নিয়ে আনমনায় বাজায় সুখে তুড়ি
স্বপ্ন নিয়ে স্বপ্নকন্যা করে লুকোচুরি।
কেউ কাঁদে কষ্ট পেয়ে , কেউ বা সুখে কাঁদে
পরের জন্য গর্ত খুঁড়ে, নিজেই পড়ে ফাঁদে।
লাভের খাতায় শূণ্য দিয়ে বাড়াই নিজের ক্ষতি!
ভাসাও তোমার চোখের জলে ওগো প্রিয়তী!!


××××××××××××××××××××
আমি আমার সকল কবিবন্ধু ও পাঠকদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি, আমার অনিচ্ছাকৃত বর্ণ বিভ্রাটের কারণে। টাইপ করার সময় মনিটরে দেখার সুযোগ ছিল না! কী যে আযব ভাষা হয়েছিল!!
যারা কষ্ট করে পড়েছিলেন তাদের আবারো পাঠ করার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।