(অনুবাদকৃত কবিতা)


একটি বল এবং বল
কখনো হবে না চতুষ্কোণ।
প্রজাপতি কি জানে?
সে প্রজাপতি হতে চেয়েছিল!
অথবা অন্যকিছু...............


কে জানে, সাগর কি ভয় পায় ঢেউকে?
কে জানে, বাতাস কি রাগে গরজায়
যখন কেউ উত্তর না দেয়
শুধু দেখে অথবা আঁধার
কবরের মত!


কে জানে তারাগুলো সুন্দর কিনা?
সবাই যেভাবে বলে।
ঝড় আর তরঙ্গের মত
কম্পমান সাগরের বুকে
কেমন জলরাশি!


কে জানে, পৃথিবীটা জানে কিনা?
ঝুলে আছে সে আাকাশে
রশিছাড়া এবং খুটিহীন
কমলা রঙে অথবা পুড়ে যাওয়া ক্ষতের মত
বিববর্ণ মেঘ ছায়ায়


আমার বিশ্বাস! কেউ জানে না।


×××××××××××××××
মুল কবিতা "কিসসা "( কে জানে) কবি আলফনসো গাততো (১৯০৯ ইতালি-১৯৭৬)Alfonso Gatto. মুলগ্রন্থ: ইল ভাপোরেততো।